অপূর্ব সুরের লহরী নিয়ে এলো বসন্ত

অপূর্ব সুরের লহরী নিয়ে এলো বসন্ত


aa

২৬/০৫/২০২৫


সেদিন শুধিলাম একটা কথাই, তুমি কি আইবা না? রাগ ভাঙাইতে অজান্তেই তুমি আইলা! দেহা দিলা অবশেষে! ধরায় আইছো আগমনী গান লইয়া, ছড়াইছো সুগন্ধীর গাধা ফুলের রাঙায় বাসন্তীর কথোপকথন, বাজাইছো অপূর্ব সুরের লহরী, মাতাইছো পুরো জগত ধরনী। আইছো! আইছো! তুমি বসন্তী

সখীর খোপায় ফুল গেঁথে দেওয়ার মুহূর্ত ধারণ করছেন আরেক সখী


মন্তব্য করুন: