সড়কের কান্না!

সড়কের কান্না!


নীরব চাকলাদার

১৪/০৬/২০২৫


সত্যিই নীরবে কাঁদছে সড়কটি। সেই কান্না দেখার লোক নেই। অথচ তারই বুক দিয়ে প্রতিদিন আসা-যাওয়া করে লাখো মানুষ। ভারী যান চলাচলের ধকলও সইতে হয়েছে সড়কটির। কিন্তু এখন তার সারা দেহে ফোটে উঠেছে ক্ষত চিহ্ন। দৃশ্যটি সিলেট শহরের যোগাযোগ রক্ষাকারী বিয়ানীবাজার-শেওলা-জকিগঞ্জ সড়ক। 


ছোট-বড় গর্তে বেহাল ২২ কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এতে ঘটছে একের পর এক দুর্ঘটনা।  এক দশকের বেশি সময় ধরে কোনো সংস্কার না হওয়ায় শেওলা-জকিগঞ্জ রোড মরণফাঁদে পরিণত হয়েছে। বর্ষায় গর্তে জমে থাকা পানি আর কাদার কারণে যানবাহন আটকা পড়ে একদিকে যেমন ঘটছে দুর্ঘটনা,  অপরদিকে সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। আবার শুষ্ক মৌসুমে ধুলাবালির দাপটে রাস্তায় চলা দুর্বিষহ হয়ে পড়ে। 


মন্তব্য করুন: