একটি সড়কে ভোগান্তি দুই লাখ মানুষের
সড়কটি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মার্কুলি পর্যন্ত ২৬ কিলোমিটার। ওই সড়কে প্রতিদিন চলাচল করে লক্ষাধিক মানুষ। স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, সব ক্ষেত্রেই ব্যবহার হয় এই সড়কটি। স্থানীয়রা বলছেন, ১২ বছর ধরে ভাঙা সড়কের ভোগান্তি আর সংস্কারের আবেদন করে কোনো সাড়া না পেয়ে চলাচলকারীরা এখন চরম ক্ষুব্ধ। তারা বলছেন, এত উন্নয়নের জোয়ার। সব উন্নয়ন মার্কুলির সড়কে এসে মুখ থুবড়ে পড়েছে। এখানকার ৫০টি গ্রামের মানুষের সমস্যার কথা পৌঁছায় না জনপ্রশাসনের কানে।
মন্তব্য করুন: