কালের সাক্ষী সুনামগঞ্জের মিনিস্টার বাড়ি

কালের সাক্ষী সুনামগঞ্জের মিনিস্টার বাড়ি


সংগ্রহীত

২৭/০৮/২০২৫


ছবির বাড়িটির নাম মিনিস্টার বাড়ি। বাড়িটি সুনামগঞ্জ শহরের উকিল পাড়ায় অবস্থিত। বাড়ির মালিক মৌলভী মুনাও'ওর আলী। সুনামগঞ্জের রাজনৈতিক সূতিকাগার কালের সাক্ষী বহন করছে বাড়িটি। সুনামগঞ্জের রাজনীতির প্রবাদ পুরুষ মৌলভী মুনাও'ওর আলী ছিলেন ১৯২২-১৯৪৬ পর্যন্ত এক টানা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের সর্ব প্রথম স্পিকার ছিলেন। 


মন্তব্য করুন: