দুই ফোঁটা বৃষ্টিতেই বেহাল দশা ২ কোটি টাকার রাস্তার
দুই ফোঁটা বৃষ্টিতেই হাঁটুপরিমাণ কাদা! শিক্ষার্থী, কৃষক, রোগী, এমনকি মরদেহ সবই আটকে পড়ে রানীগঞ্জের শিবগঞ্জ-পাইলগাঁও সড়কে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ টু পাইলগাঁও সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। মাত্র একবারের বৃষ্টিতেই এ ২৩০০ মিটার কাঁচা রাস্তা কাদার ভাগাড়ে পরিণত হয়। এ রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করেন প্রায় ৫০-৬০ গ্রামের মানুষ, অথচ বছরের পর বছর ধরে এ পথ পড়ে আছে অবহেলায়।
২০২৪-২৫ অর্থবছরে এ রাস্তার উন্নয়নের জন্য ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ হলেও বাস্তবে সে টাকার কোনো চিহ্ন নেই। চুক্তি অনুযায়ী ১ জানুয়ারি ২০২৫ থেকে কাজ শুরু হয়ে ১৭ মার্চের মধ্যে সেই কাজ শেষ হওয়ার কথা। অথচ এখনও কাজের কোনো প্রস্তুতিও নেই, শেষ ত দূরের কথা। ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, ‘বৃষ্টির কারণে কাজ সম্ভব হয়নি।’
মন্তব্য করুন: