বর্ষার দূত কদমফুল
র্ষাকালের এক অনিন্দ্যসুন্দর, সুগন্ধি ও সৌন্দর্যমন্ডিত ফুল কদমফুল। দেখতে হলুদাভ-সাদা বা কমলা মিশ্রিত এবং গোলাকার। মিষ্টি ও মনোহর এ ফুলটি মূলত বর্ষাকালে ফুটে। এই ফুলটি আমাদের গ্রামবাংলার ঐতিহ্য ও শিশিরভেজা সকালকে মনে করিয়ে দেয়। বর্ষার প্রথম বৃষ্টির সাথে কদমফুলের যেন এক অপূর্ব মিলন। তাই কদমফুলকে বলা হয় বর্ষার দূত।
মন্তব্য করুন: