ভোগান্তির নাম দরবস্ত-কানাইঘাট সড়ক
সিলেটের জৈন্তাপুর টু কানাইঘাট উপজেলার আঞ্চলিক সংযোগ সড়ক দরবস্ত টু কানাইঘাট রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়াতে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রতিদিন কোথাও না কোথায় ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। সেই সাথে জনদুর্ভোগ আর ধুলা বালিতে অতিষ্ট জনজীবন, বাড়ছে পথ চলা মানুষের রোগ বালাই। ঝুঁকি নিয়ে চলছে গর্ভবতী নারী ও জটিল রোগী। ভাঙ্গা রাস্তা খানা খন্দক সৃষ্টি, অন্যদিকে ধুলোবালি এ নিয়ে চলছে যাত্রীসাধারণ ও পথচারীসহ স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থী ব্যাবসায়ি শ্রমজীবি মানুষ সহ প্রায় ৩ লাখ মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করছেন। শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
মন্তব্য করুন: