ঢাকার রিকশায় চড়ে আপ্লুত আয়ারল্যান্ডের মেয়েরা
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ডের মেয়েরা। একটি ম্যাচ খেলার পর বিরতির দিনে ভিন্ন উৎসবে মেতেছিল আইরিশ কন্যারা। ঢাকার ঐতিহ্য রিকশায় চড়লেন, চড়ালেন, নিজেরাই চালালেন!
বিসিবির মূল ফটকে রাখা রিকশায় উঠে বসেন আইরিশ মেয়েরা।
শুক্রবার দুপুরে হঠাৎ মিরপুর স্টেডিয়ামের ২ থেকে ৪ নম্বর গেট পর্যন্ত রিকশা ট্যুরের পরিকল্পনা করা হয়
অনভ্যস্ত হওয়ায় এই বাহনে চড়তে কেউ কেউ ইতস্তত বোধ করছিলেন
তবে সবাই খুব মজা পেয়েছেন রিকশায় চেপে
মন্তব্য করুন: