সড়ক যখন মৃত্যুকুপ

সড়ক যখন মৃত্যুকুপ


প্রতিনিধি

২৯/০৫/২০২৫


সড়ক নয়, যেন মৃত্যুকুপ। এই মৃত্যুকুপ দিয়েই প্রতিদিন রাস্তায় চলাচল করে কয়েক হাজার মানুষ। জীবন-জীবীকা্র প্রয়ো্জনে ঝুঁকি মাথায় নিয়ে যান ও জন চলাচল করলেও সড়কটির সংস্কারে নেই সংশ্লিষ্টেদের উদ্যোগ। সড়কটির নাম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর-থানাবাজার সড়ক। 

রাস্তায় সৃষ্টি হওয়া গর্তে পড়ে মানুষ আহত হচ্ছে, মোটরসাইকেল উল্টে গুরুতর আহত হচ্ছে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা, সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে জীবন হারাচ্ছে রোগীরা। সড়কটি যেন আর সড়ক নেই , একটা মৃত্যুকূপ।


মন্তব্য করুন: