ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে : খাজা আসিফ
Post Top Ad

ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে : খাজা আসিফ

প্রথম ডেস্ক

০৬/১০/২০২৫ ০৭:৪৪:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের শীর্ষ নিরাপত্তা মহলের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি আবারো যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে তাদের যেসব যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, সেগুলোর ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে, ইনশাআল্লাহ। রোববার (৫ অক্টোবর) সংবাদমাধ্যম জিও নিউজের ভিডিও প্রতিবেদনে এসব কথা বলা হয়।


প্রতিবেদনে বলা হয়, ভোরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে খাজা আসিফ ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যকে তাদের হারানো বিশ্বাসযোগ্যতাকে ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। তিনি ইঙ্গিত দেন যে, শীর্ষ মহলের চাপেই তারা এ ধরনের মন্তব্য করছেন।


প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ৬-০ ব্যবধানে পরাজয়ের পরও, যদি তারা (ভারত) আবার চেষ্টা করে, তাহলে পাকিস্তানের স্কোর আরো ভালো হবে। তিনি দাবি করেন, সেই পরাজয়ের পর ভারতের জনমত এখন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চলে গেছে এবং নেতাদের কথায় সেটিই প্রতিফলিত হয়েছে। 


তিনি আরো বলেন, 'পাকিস্তান আল্লাহর নামে নির্মিত একটি রাষ্ট্র, আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এবার, ভারত ইনশাআল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচেই কবরস্থ হবে। আল্লাহু আকবর।' এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রও ভারতের নিরাপত্তা মহলের মন্তব্যের প্রতিক্রিয়া জানান। 


দেশটির সশস্ত্রবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) ভারতের নেতাদের সতর্ক করে জানায়, ঊর্ধ্বতন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের উসকানিমূলক ও উগ্রবাদী মন্তব্য আগ্রাসনের অজুহাত তৈরির ঝুঁকি তৈরি করতে পারে এবং এর ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে।


পাকিস্তানের এই কড়া প্রতিক্রিয়ার আগে, একদিন আগে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে বলেন, দেশটি যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে। 


শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের একটি সেনা পোস্টে গিয়ে তিনি বলেন, 'আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম বজায় রেখেছিলাম এবার তা রাখব না... এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না।' 


এরও আগে বৃহস্পতিবার গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, 'পাকিস্তান যদি স্যর ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে।'

তাহির আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad