জনগণের সংজ্ঞা কি?
Post Top Ad

জনগণের সংজ্ঞা কি?

০৮/০৬/২০২৫ ১২:০৪:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ওরা কারা যারা জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে বললো দালালদের কথা না শোনে পাঁচ বছর ক্ষমতায় থাকতে? তারা দালাল বলতে কাদের কথা বলেছে? প্রকৃতপক্ষে দালাল কারা? 


শেখ হাসিনাকেও তো একদল এভাবে বলতো-'শেখ হাসিনার সরকার/বারবার দরকার।' আজ যারা প্রধান উপদেষ্টাকে নির্বাচন ছাড়া পাঁচ বছর থাকতে বলছে তাদের সাথে ওদের কি ব্যবধান যারা বলতো-শেখ হাসিনার সরকার/বারবার দরকার? কিংবা তারা কি দালাল বলতে বিএনপিকে বুঝাতে চাচ্ছে; কারণ তারেক জিয়া বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে? 


আপনি বলবেন হয়তো, ওরা দেশের জনগণ। আমার প্রশ্ন; ১৮ কোটি মানুষের মধ্যে কতজন একত্রিত হলে জনগণ বলা যাবে এবং জনগণের সংজ্ঞা কি?


নোট : (লেখাটি লেখকের ফেসবুক পোস্ট থেকে সংগৃহিত)


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad