হ্যাকারের কবলে মৌলভীবাজার জেলা প্রশাসকের ব্যক্তিগত মোবাইল নম্বর
Post Top Ad

হ্যাকারের কবলে মৌলভীবাজার জেলা প্রশাসকের ব্যক্তিগত মোবাইল নম্বর

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৫/০৯/২০২৫ ২২:৪৪:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার  জেলা প্রশাসক মোঃ ইসরাইর হোসেন এর ব্যক্তিগত  মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিকাশ নম্বরে টাকা দাবি করেছে একটি হ্যাকার গ্রুপ। বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিসি মৌলভীবাজার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন জেলা প্রশাসক।


ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো –

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার ব্যক্তিগত  নম্বরটি ক্লোন করে একটি প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে 01611224260 নাম্বারে বিকাশে/ নগদে টাকা চাচ্ছে। অনুগ্রহপূর্বক আপনারা কেউ  কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad