এবার মোহনীয়-আবেদনময়ী লুকে দীঘি
Post Top Ad

এবার মোহনীয়-আবেদনময়ী লুকে দীঘি

২১/০৬/২০২৫ ১০:১৫:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিনোদন জগতের ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির শুরুটা শিশুশিল্পী হিসেবে হলেও সময়ের সঙ্গে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন নতুন সিনেমা। যদিও তিনি শিশুশিল্পী হিসেবেই সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সময়ের সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন নায়িকা হিসেবেই। বর্তমানে দীঘির সিনেমার ব্যস্ততা একেবারে কম নয়। অভিনেতা মামনুন ইমনের বিপরীতে একটি নতুন সিনেমায় তাকে দেখা যাবে। 


সূত্র জানায়, রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প 'দেনাপাওনা' এবার বড়পর্দায় আসছে। পরিচালক সাদেক সিদ্দিকীর নির্মাণে সরকারি অনুদানের এই সিনেমার গল্পের নামেই নির্মিত হবে। সেখানে অভিনয় করবেন দীঘি।


এর আগে গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এম রহিম পরিচালিত 'জংলি' সিনেমায় সিয়ামের বিপরীতে দীঘিকে দেখা যায়। এরপর তাকে আর কোনো নতুন কাজে দেখা যায়নি। তবে প্রেক্ষাগৃহে অন্যান্য নায়িকার পাশাপাশি সহ-অভিনেত্রী হিসেবে দীঘি রয়েছেন বেশ দাপুটে অবস্থানে। 


এ ছাড়া পর্দার বাইরে সামাজিক মাধ্যমে সরব থাকেন দীঘি। বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করেন এবং ভক্তদের সামনে নিয়মিতই ধরা দেন এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেন তিনি। 


এতে দেখা যায়, একটি নীল-সোনালি গাউন পরে পোজ দিয়েছেন দীঘি। তবে আগের তুলনায় অভিনেত্রী এবারের উপস্থিতি ছিল অনেকটাই সাহসী ও খোলামেলা। এ সময় খানিকটা খোলামেলা অবস্থায় ভক্ত-অনুরাগীরা তাকে দেখতে পান। 


দীঘির এই মোহনীয়-আবেদনময়ী লুক যে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে অনুরাগীদের মাঝে, তা আর বলার বাকি রাখে না। 


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad