নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড সামার ১৪ জুলাই

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক. এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জমকালো অনুষ্ঠান “জালালাবাদ সামার ক্রুজ পার্টি ২০২৫” আগামী ১৪ জুলাই, সোমবার, নিউইয়র্কের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে এই অনুষ্ঠান শুরু হবে বিকেল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। অনুষ্ঠানে থাকবে সঙ্গীত, সাংস্কৃতিক পরিবেশনা, সুস্বাদু খাবার ও দারুণ সামাজিক যোগাযোগের সুযোগ। জনপ্রিয় উপস্থাপক ও কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে এবারের ইভেন্টটি প্রবাসীদের জন্য এক চমৎকার গ্রীষ্মকালীন আনন্দদায়ক স্মৃতি হতে যাচ্ছে। প্রতি টিকিটের মূল্য ধরা হয়েছে $60।
অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন সভাপতি- মইনুল ইসলাম, সহ সভাপতি- শাহ মিজানুর রহমান (সিলেট), মোহাম্মদ মনির উদ্দিন (সুনামগঞ্জ), মিজানুর রহমান চৌধুরী (হবিগঞ্জ) ও মোহাম্মদ এ খায়ের (মৌলভীবাজার), সাধারণ সম্পাদক- আতাউল গণি আসাদ, সহ সাধারণ সম্পাদক- হেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ- ময়নু জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক- আব্দুল চৌধুরী (উমেল), সাদস্যিক সম্পাদক- মোহাম্মদ শাহীনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক- লায়েছ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- কামরুল হোসেন, ক্রীড়া সম্পাদক- আব্দুর রহিম কাদের, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- অধ্যক্ষ সিহাব উদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক- তাসমিয়া চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক- জয়নাল উদ্দিন লায়েক এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ বেলাল চৌধুরী (সিলেট), বদরুল উদ্দিন (সিলেট), মোহাম্মদ শাহীন কামালী (সুনামগঞ্জ), সৈয়দ এল মিয়া (সুনামগঞ্জ), জামাল হোসেন (হবিগঞ্জ), দেওয়ান মোতাচ্ছির (হবিগঞ্জ), মোহাম্মদ মাসুক মিয়া (মৌলভীবাজার) ও মোহাম্মদ নাসির উদ্দিন (মৌলভীবাজার)। আহ্বায়ক – বিলাল চৌধুরী যুগ্ন-আহ্বায়ক – হেলিম উদ্দীন অর্থ সম্পাদক - মনির উদ্দীন, সদস্য সচিব - ময়নুজামান চৌধুরী , যুগ্ম-সচিব - শেখ জামাল হোসেন, প্রধান সমন্বয়কারী - আব্দুল চৌধুরী উমেল,
উপ কমিটিতে আছেন: অভ্যর্থনা চেয়ারম্যান - মিজানুর রহমান চৌধুরী (শেফাজ) ও মোহাম্মদ এ খায়ের, আপ্যায়ন কমিটি চেয়ারম্যান - শাহীন কামালী ও বদরুল উদ্দীন। র্যাফেল ড্র চেয়ারম্যান - শাহ মিজান রহমান, র্যাফেল ড্র কো-চেয়ারম্যান - লায়েছ আহমেদ।
অনুষ্ঠানে আগ্রহীদের জন্য টিকিট সংগ্রহ করতে যোগাযোগ করতে হবে BELAL CHOWDHURY-718-749-4045,
MOYNU ZAMAN CHOWDHURY-212-202-0505 SHAHIN KAMALI - 646-233-6691 ABDUL CHOWDHURY UMEL- 347-573-5572 এই আয়োজনের পেছনে রয়েছে বহু নিবেদিতপ্রাণ সংগঠক ও উপদেষ্টা পরিষদ। অনুষ্ঠানে রয়েছে পৃষ্ঠপোষকতার হাত বাড়ানো বিভিন্ন কমিউনিটি ব্যবসায়ী ও পেশাজীবীদের সমর্থন।
আয়োজনে স্পন্সর প্রতিষ্ঠান
1. SHAH NAWAZ `MBA’ (GOLDEN AGE HOME CARE).
Call: 718-775-7852
2. NURUL AZIM (Empire Care Agency, PCA/HHA Service).
3. GREE MECHANICAL YONKERS
Call: 914-222-9477
4. Akib Hussain (MEADOWBROOK)
Call: 914-222-9477
5. BOOK NOW @ 718-721-2012
6. ZAKIR CPA PLLC
Call: 929-207-1516
21528, WESTCHESTER AVE,
BRONX, NY 10462
7. SHAH J. CHOUDHURY (Shah GROUP)
Call: 212-920-0700
8. MOINUL ISLAM (LIRE SALES AGENT)
Call: 917-535-4131
Mail: Moinul4@gmail.com
9. BARI HOME CARE
10. Rahman Malik (CEO, Net Cable)
Call: 718-690-7150
11. Fahad Solaiman (CEO Fauma Innovative)
12. Md Bilal Chowdhury (President- Four Star Import & Distribution Inc. CEO- Noya Distribution Inc.)
Call: 718 749 4045
নিউইয়র্ক ও আশেপাশের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, যেন সময় মতো টিকিট সংগ্রহ করে এই অনন্য আনন্দঘন আয়োজনে অংশগ্রহণ করেন।
নীরব চাকলাদার

মন্তব্য করুন: