নিউইয়র্কে সনাতনী মিলন মেলা ১৩ জুলাই
Post Top Ad

আয়োজনে সনাতনী গীতা সোসাইটি

নিউইয়র্কে সনাতনী মিলন মেলা ১৩ জুলাই

প্রথম ডেস্ক

০৪/০৭/২০২৫ ১২:৫৭:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিউ ইয়র্কের সনাতনী হিন্দু প্রবাসীদের জন্য আনন্দঘন মিলনমেলার আয়োজন করেছে সানাতনী গীতা সোসাইটি ইউএসএ ইনক। আগামী ১৩ই জুলাই, রবিবার নিউ ইয়র্কের Franklin D. Roosevelt State Park-এর Picnic Area 3BS-এ  অনুষ্ঠিত হবে “সনাতনী মিলন মেলা ২০২৫”।


এই আয়োজনে থাকবে ধর্মীয়, সাংস্কৃতিক এবং বিনোদনমূলক নানা আয়োজন, যেখানে সপরিবারে অংশ নিতে পারবেন সনাতনী ধর্মাবলম্বী সকল প্রবাসী। আয়োজকেরা জানান, এই মিলনমেলা শুধু আনন্দ নয়, বরং প্রবাসজীবনে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস। মিলন মেলায় ৫ বছরের কম বয়সের শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রি অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে। সেই সাথে  আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সজল আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad