যুক্তরাজ্যে প্রভাতফেরি আয়োজন পরিষদের সভা
Led Bottom Ad

নতুন আহ্বায়ক ডাঃ আসফাক, সদস্য সচিব সেলিনা

যুক্তরাজ্যে প্রভাতফেরি আয়োজন পরিষদের সভা

নিজস্ব প্রতিনিধি, যুক্তরাজ্য

২৩/১১/২০২৫ ২২:৫৬:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

একুশের প্রভাতফেরী আয়োজন পরিষদ যুক্তরাজ্যের এক সভা ( ভার্চুয়াল ) গত ২২ জানুয়ারী শনিবার সকাল সাড়ে দশটায়  লন্ডনে অনুষ্ঠিত হয়। ২০২৬ সালে লন্ডনে অনুষ্ঠিতব্য একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পরিষদের অন্যতম সদস্য ও কমিউনিটি ব্যক্তিত্ব মাহমুদ এ র‌উফ। সভায় উপস্থিত ছিলেন ডাক্তার আশফাক আহমদ, আবেদ আলী আবিদ, নিসার আহমদ, শেখ নুরুল ইসলাম, সেলিনা শফি ইফতেখারুল হক পপলু প্রমুখ। এছাড়াও আজকের সভার সাথে সংহতি জানান আবু মুসা হাসান, হারুন অর রশিদ, জামাল আহমদ খান, জুবের আক্তার সোহেল, শাহরিয়ার বিন আলি, জুয়েল রাজ প্রমূখ।


সভায় ২০২৬ সালে লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিতব্য একুশের প্রভাতফেরী আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা থেকে বিগত ১০ বছরের ধারাবাহিকতায় এবারও লন্ডনের আলতাব আলী পার্কে ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল  ১০ টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রভাতফেরির সিদ্ধান্ত গৃহীত হয়। প্রভাতফেরী শেষে দুপুর সাড়ে ১২ টায় নজরুল সেন্টারে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। 


সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আগামী বছরের প্রভাতফেরি ও শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। প্রস্তুতি পরিষদের আহ্বায়ক হিসেবে প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব ডাক্তার আশফাক আহমদ কে আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে সেলিনা শফিকে নির্বাচিত করা হয়। বিলেতে ক্রিয়াশীল মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সদস্য হিসেবে প্রভাতফেরি আয়োজন পরিষদে  অন্তর্ভুক্ত করা হয়। সভা থেকে বিলেতের বাংলাদেশী নতুন প্রজন্মসহ অপরাপর ভাষাভাষী মানুষের মাঝে একুশের গৌরবোজ্জ্বল ইতিহাস ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রভাতফেরিতে সবার অংশগ্রহণ প্রত্যাশা করা হয়।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad