সিলেটে পৃথক স্থানে শীতার্তদের মধ্যে উইমেন চেম্বারের কম্বল বিতরণ
Led Bottom Ad

সিলেটে পৃথক স্থানে শীতার্তদের মধ্যে উইমেন চেম্বারের কম্বল বিতরণ

প্রথম ডেস্ক

২৩/০১/২০২৬ ১৯:২০:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সৌজন্যে সিলেটের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) নগরীর জল্লারপাড় রোডস্থ গ্রিন ডিজেবল ফাউণ্ডেশনে প্রতিবন্ধী লোকজন এবং এয়ারপোর্ট রোডস্থ মাহাদুল কোরআন নুরানীয়া হাফিজিয়া মাদরাসায় এই কম্বল গুলো বিতরণ করা হয়। 



কম্বল বিতরণ কালে চেম্বারের পরিচালনা পর্ষদের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা,পরিচালক মিসেস সামা হক চৌধুরী,সাইমা সুলতানা চৌধুরী,রেহেনা আফরোজ খান রেহেনা ফারুক শিরিন,আসমাউল হাসনা খান, তাহমিনা হাসান চৌধুরী,গাজী জিনাত আফজা ও শাহানা আক্তার উপস্থিত ছিলেন।



এ সময় চেম্বার সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা বলেন, ‘শীতের এই কঠিন সময়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একটি কম্বল হয়তো বিলাস নয়, কিন্তু কারও জন্য তা হতে পারে বেঁচে থাকার ভরসা। আজ আমরা যা দিচ্ছি, তা হয়তো খুব বেশি নয়। তবে আন্তরিকতা থাকলে এই ছোট সহায়তাই বড় স্বস্তি হয়ে উঠতে পারে। সবাই মিলে পাশে দাঁড়ালে শীতের কষ্ট অনেকটাই কমানো সম্ভব। তিনি বলেন, মানবিকতা থেকেই উইমেন চেম্বারের আজকের এই উদ্যোগ। তবে এই উদ্যোগ আরও আগে নেওয়া হয়েছিল। কিন্তু পরিষদের কিছু ধারাবাহিক কর্মসূচী থাকায় বিতরণ কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়েছে। 



লুবানা ইয়াছমিন বলেন, সিলেট চেম্বার শুধুমাত্র নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে না্,বরং বিভিন্ন সামাজিক এবং মানবিক প্রয়োজনে বৈষম্য বিহীন কাজ অব্যাহত ভাবে করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমাদের পরিকল্পনায় আরও অনেক কিছু যুক্ত করা হয়েছে। সুযোগ,সময় এবং তাগিদ থেকেই উইমেন চেম্বার অগ্রাধিকার ভিত্তিকে সিলেটের উন্নয়নে কাজ করে যাবে। 


চেম্বারের পরিচালক সামা হক চৌধুরী বলেন, শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টে থাকেন দরিদ্র ও অসহায় মানুষ। তাঁদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতেই এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শীতের তীব্রতায় কেউ যেন অসহায় না থাকে, সেই আশায় আজ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হলো। তিনি সমাজের সামর্থবানদেরকে এই উদ্যোগে সামিল হওয়ার জন্য উদাত্ত আহবান জানান। 

তিনি বলেন, প্রতিবন্ধী ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে উইমেন চেম্বারের কম্বল বিতরণ নি:সন্দেহে তাদের মধ্যে কিছুটা উষ্ণতা লাভ করা সম্ভব হবে। এ সময় তিনি জানান,সিলেট উইমেন চেম্বার আরও ব্যাপক কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। গৃহিত পরিকল্পনাগুলো সিলেটের সকল মানুষকে সাথে নিয়ে যথাসময়ে বাস্তবায়ন করতে চায়। চেম্বারের এই পথযাত্রায় তিনি সকলের সহযোগীতা কামনা করেন। 

সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad