​কাতারে চারতলা ভবন থেকে পড়ে কুলাউড়ার এক প্রবাসীর মৃত্যু
Led Bottom Ad

​কাতারে চারতলা ভবন থেকে পড়ে কুলাউড়ার এক প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৬/০১/২০২৬ ১১:৪৫:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​কাতারে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে লিটন দাস (২৩) নামের এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে কাতারের একটি কনস্ট্রাকশন সাইটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত লিটন দাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার নান্টু দাসের ছেলে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন দাস কাতারে একটি নির্মাণ প্রতিষ্ঠানে 'বিল্ডিং কনস্ট্রাকশন' শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। রোববার কাজ করার সময় অসাবধানতাবশত বা হঠাৎ মাথা ঘুরে তিনি চারতলা ভবনের ওপর থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​লিটনের মৃত্যুর সংবাদ কুলাউড়ায় তাঁর গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর বাবা-মা। লিটনের বন্ধু জামিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "কাজের সময় মাথা ঘুরে পড়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। তাঁর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"

​বর্তমানে লিটন দাসের মরদেহ কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad