ত্রয়োদশ সংসদ নির্বাচন
৩০০ আসনে মনোনয়নপত্র বৈধ ১,৮৪২ বাতিল ৭২৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের বরাতে তথ্য মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে।
ইসি জানায়, এবার নির্বাচন কমিশন থেকে ৩ হাজার ৪০৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর বিপরীতে ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
ইসির দেওয়া তথ্যে দেখা যায়, রংপুর অঞ্চলের ৩৩টি আসনে ২৭৯টি মনোনয়ন জমা পড়ে, এর মধ্যে ২১৯টি বৈধ ও ৫৯টি বাতিল হয়। রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে ২৬০টির মধ্যে বৈধ ১৮৫টি, বাতিল ৭৪টি। খুলনা অঞ্চলের ৩৬টি আসনে ২৭৫টির মধ্যে বৈধ ১৯৬টি ও বাতিল ৭৯টি।
বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১৬২টির মধ্যে ১৩১টি বৈধ ও ৩১টি বাতিল হয়। ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে ৩১১টির মধ্যে ১৯৯টি বৈধ ও ১২২টি বাতিল ঘোষণা করা হয়। ঢাকা অঞ্চলের ৪১টি আসনে ৪৪২টির মধ্যে বৈধ ৩০৯টি এবং বাতিল ১৩৩টি।
ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনে ১৪২টির মধ্যে ৯৬টি বৈধ ও ৪৬টি বাতিল হয়। সিলেট অঞ্চলের ১৯টি আসনে ১৪৬টির মধ্যে বৈধ ১১০টি এবং বাতিল ৩৬টি। কুমিল্লা অঞ্চলের ২৫টি আসনে ৩৫৭টির মধ্যে বৈধ ২৫৯টি ও বাতিল ৯৭টি। চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে ১৯৪টির মধ্যে বৈধ ১৩৮টি এবং বাতিল ৫৬টি।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই ছাড়াই সংশ্লিষ্ট কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার বিকাল ৫টায় মনোনয়নপত্র যাচাই শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
এ রহমান
মন্তব্য করুন: