জাতীয় পার্টি ও নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়ে রিট
Led Bottom Ad

জাতীয় পার্টি ও নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়ে রিট

প্রথম ডেস্ক

০৬/০১/২০২৬ ১৯:৪৭:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় পার্টি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীসহ ‘স্বৈরাচারের দোসরদের’ মনোনয়নপত্র বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছে সংগঠন জুলাই ঐক্য। সংগঠনের পক্ষে রিটটি দায়ের করেছেন সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)।

রিট আবেদনে এসব প্রার্থীর মনোনয়ন আইন ও সংবিধান পরিপন্থি দাবি করে তা বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। আগামী দু-এক দিনের মধ্যে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই রিটের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের বৈধতা ও মনোনয়ন প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি বিতর্ক সৃষ্টি হলো।

এর আগে জাতীয় পার্টির অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট, একাধিক গ্রুপ এবং মনোনয়ন দেওয়ার আইনগত ক্ষমতা নিয়ে বিরোধ বারবার আলোচনায় আসে। কে দলের প্রকৃত চেয়ারম্যান এবং কে মনোনয়ন দেওয়ার বৈধ কর্তৃত্ব রাখেন—এসব বিষয় অতীতেও নির্বাচন কমিশন ও আদালতের নজরে এসেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad