দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট
Led Bottom Ad

বাংলাদেশে মুসলিম পারিবারিক আইনের দীর্ঘদিনের রীতি বদল

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

প্রথম ডেস্ক

১১/০১/২০২৬ ১৬:১৭:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশে মুসলিম পারিবারিক আইনের দীর্ঘদিনের রীতি বদলে যেতে যাচ্ছে। সম্প্রতি হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে, মুসলিম পুরুষ এবার স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করতে পারবেন, তবে বিষয়টি সম্পূর্ণভাবে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ওপর নির্ভরশীল থাকবে।

এতে আগের প্রচলিত নিয়মে পরিবর্তন আনা হয়েছে, যেখানে স্ত্রী বা প্রথম স্ত্রীর সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা বৈধ ছিল না। আদালত উল্লেখ করেছেন, মুসলিম পারিবারিক আইনে সরাসরি এমন বাধ্যবাধকতার কোনো বিধান নেই।

১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারায় অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সাত বছরের কারাদণ্ডের বিধান থাকলেও, ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন প্রবর্তনের পর শুধুমাত্র নারীর ক্ষেত্রে এই সাজা বজায় থাকে। পুরুষদের ক্ষেত্রে বিয়ের অনুমতি এখন আরবিট্রেশন কাউন্সিলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। অনুমতি ছাড়া বিয়ে করলে এক বছর কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা হতে পারে।

রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীরা। তারা বলছেন, এ সিদ্ধান্ত বহু বিবাহের ক্ষেত্রে নীতিমালা ও নিয়ন্ত্রণ দুর্বল করতে পারে। রিটকারীদের দাবি, নারী ও পুরুষ উভয়ের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad