সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ
Led Bottom Ad

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

ঢাকা অফিস

১১/০১/২০২৬ ১৯:২৩:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রশ্ন ফাঁস, ডিভাইসের মাধ্যমে জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। রোববার সকাল থেকে তারা রাজধানী ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত নতুন করে পরীক্ষা নেওয়া, সব চাকরির পরীক্ষা ঢাকায় আয়োজন এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন, স্বতন্ত্র কমিটির আওতায় সব পরীক্ষা গ্রহণ, একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা না নেওয়া, অতীতে প্রশ্ন ফাঁসের অভিযোগ থাকা প্রতিষ্ঠানকে প্রশ্ন প্রণয়নের দায়িত্ব না দেওয়া এবং প্রশ্ন ফাঁসে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

পরীক্ষার্থীরা জানান, গত ৯ জানুয়ারি বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৬১ জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী। পরীক্ষার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়ায়। তাদের অভিযোগ, পরীক্ষার দুই দিন আগে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার কিছু প্রশ্ন হুবহু মিলে গেছে, যা প্রশ্ন ফাঁসের অভিযোগকে আরও জোরালো করেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad