বনের জীববৈচিত্র্যে নতুন আশার বার্তা
সাতছড়ি উদ্যানে দেখা মিললো হরিণের

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে হরিণের দেখা মিলেছে। বনের জীববৈচিত্র্যের জন্য এটি ইতিবাচক সংকেত বলে মনে করছেন প্রকৃতিপ্রেমীরা। তাদের মতে, এভাবে বন্যপ্রাণীর উপস্থিতি বাড়তে থাকলে সাতছড়ি জাতীয় উদ্যান আরও সমৃদ্ধ হবে।
সোমবার সকালে সাতছড়ি জাতীয় উদ্যানের কুনিমোড়া এলাকায় চুনারুঘাট-মাধবপুর পুরাতন মহাসড়কের পাশে হরিণ দেখতে পান পূর্বালী ব্যাংকের রাজার বাজার শাখার সিনিয়র অফিসার বিশ্বজিত রায় সুমন। তিনি মোবাইল ফোনে হরিণের দৃশ্য ধারণ করেন।
স্থানীয়রা জানান, এর আগে উদ্যানে সড়কের পাশে বানরের আনাগোনা দেখা যেত। সম্প্রতি ভাল্লুকের উপস্থিতি নিয়ে আলোচনায় আসে এ বনাঞ্চল। এবার হরিণ দেখা যাওয়ায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বনের গাছপালা ও প্রাণী সুরক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪৩ হেক্টর আয়তনের সাতছড়ি জাতীয় উদ্যানের পাশ ঘেঁষে রয়েছে ৯টি চা-বাগান। ভেতরে টিপরা পাড়ায় পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২৪টি পরিবার বসবাস করে। উদ্যানে রয়েছে ১৯৭ প্রজাতির জীবজন্তু এবং ১৫০ থেকে ২০০ প্রজাতির পাখি। এ বনাঞ্চলকে দেশের অন্যতম সংরক্ষিত এলাকা ও পাখিদের অভয়ারণ্য হিসেবে ধরা হয়। এখানে লজ্জাবতী বানর, উল্লুক, চশমাপরা হনুমান, কুলু বানর, মেছোবাঘ, মায়া হরিণসহ নানা বন্যপ্রাণীর বাস।
পরিবেশকর্মী ও স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু বলেন, “বনের ভেতরে বসবাস করা মানুষদের, বিশেষ করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বন্যপ্রাণী রক্ষায় আরও আন্তরিক হতে হবে। যেন কেউ প্রাণীগুলোকে শিকার বা নিধন না করে।”
এ রহমান

মন্তব্য করুন: