মাধবপুরে ১০৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ১০৭ পিস ইয়াবাসহ তৌহিদ মিয়া (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তুফার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে এ অভিযান পরিচালনা করে। আটক তৌহিদ ওই গ্রামের অহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তৌহিদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ বলেন, “তৌহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
এ রহমান

মন্তব্য করুন: