যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন : মোবাইল কোর্ট অভিযানে ৪ জনের কারাদণ্ড
Post Top Ad

যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন : মোবাইল কোর্ট অভিযানে ৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৩/১০/২০২৫ ২১:৫২:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে চারজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় একটি বালুভর্তি স্টিলবডি বাল্কহেড জব্দ করা হয়।


সোমবার (১৩ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত লাউড়েরগড় এলাকায় বাদাঘাট তদন্ত পুলিশ ফাঁড়ির সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়।

জেলা প্রশাসন জানায়, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন সোহালা গ্রামের মৃত আব্দুল মাজেদ মিয়ার ছেলে মো. আবির রহমান মোরশেদ (৩১), কামরাবন্দ গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মো. ফজল মিয়া (২৮), লম্বাবাদ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. ইমাম হোসেন (২০) এবং কালিপুর গ্রামের মো. আমজদ আলীর ছেলে মো. ইব্রাহিম খলিলুল্লাহ (২৩)। প্রত্যেককে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে একটি বালুভর্তি স্টিলবডি বাল্কহেড  জব্দ করে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়।

অভিযানের সময় স্থানীয়দের নদীর পাড় রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন, “যাদুকাটা নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত ও কঠোরভাবে পরিচালিত হবে।”

এসময় সার্বিক দিকনির্দেশনা দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ইলিয়াস মিয়া এবং তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad