রাজনৈতিক উদ্দেশ্য আমাকে ‘জঙ্গি অর্থদাতা’ বলা হয়েছিল
Post Top Ad

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জাকির

রাজনৈতিক উদ্দেশ্য আমাকে ‘জঙ্গি অর্থদাতা’ বলা হয়েছিল

প্রথম ডেস্ক

১৩/১০/২০২৫ ২২:৫৬:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

একসময় আমাকে ‘জঙ্গি অর্থদাতা’ বলে আখ্যা দেওয়া হয়েছিল কিন্তু এ ধরনের অভিযোগ ও অপবাদের সাথে আমার নূন্যতম সংশ্লিষ্টতা নেই। এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি অপচার, যার লক্ষ্য ছিল আমাকে সমাজ ও রাজনীতি থেকে সরিয়ে দেওয়া।


সোমবার (১৩ অক্টেবর) দুপুরে সিলেটের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সংযুক্ত আরব-আমিরাত বিএনপি’র আহ্বায়ক জাকির হোসাইন একথা বলেন।


জাকির হোসাইন অভিযোগ করেন, ২০১৮ সালে শেখ হাসিনা তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল ও অপপ্রচারের মাধ্যমে ‘জঙ্গী অর্থদাতা’ হিসেবে প্রচার চালিয়েছেন। একই সঙ্গে তার পাসপোর্ট নবায়ন বাধাগ্রস্ত করা হয়েছে এবং দেশে তার পরিবারের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়েছে।


তিনি বলেন, আওয়ামী লীগ আমলে আমাকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল। সামাজিকভাবে আমাকে হেয় করা হয়। আমার পরিবার ও স্বজনদের চরম নির্যাতনের শিকার হতে হয়েছে।


সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা খনিজ সম্পদে ভরপুর উল্লেখ করে জাকির বলেন, জকিগঞ্জে একটি গ্যাসের কুপের কাজ চলছে। ইতোমধ্যে আমি মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম কোম্পানি জনাবী গ্রুপের সাথে একটি প্রাথমিক চুক্তি সই করেছি যেখানে বলা আছে দেশে গণতান্ত্রিক সরকার গঠন হলে জনাবী গ্রুপ বাংলাদেশে তেল-গ্যাস আহরণে বড় বিনিয়োগ করবে।


তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জকিগঞ্জ কাস্টম ঘাটকে স্থলবন্দর রূপান্তরিত করা এবং লোভাছড়াকে পর্যটন সমৃদ্ধ করে গড়ে তোলা হবে। এ ছাড়া পাথর উত্তোলন বৈজ্ঞানিক ও পরিবেশবান্ধবভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এ আর হীরা

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad