শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে নির্যাতন
দক্ষিণ সুরমা লতিফা- শফি চৌধুরী ডিগ্রি কলেজে কর্মবিরতি

১২ অক্টোবর ঢাকায় বেসরকারি শিক্ষকদের উপর অন্যায় ও অনভিপ্রেত নির্যাতনের প্রতিবাদে, দীর্ঘদিন থেকে চলমান এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের যৌক্তিক দাবিতে সারাদেশের ন্যায় লতিফা- শফি চৌধুরি মহিলা ডিগ্রি কলেজে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খানের নেতৃত্বে সকল শিক্ষকগণ এ সময় ক্লাস বিরতি রেখে কর্মবিরতী পালন করেন।
সোমবার (১৩ অক্টোবর) কর্মসূচীতে একাত্বতা পোষণ কালে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপকবৃন্দ যথাক্রমে মো. মিজানুল কবির, মো. ফখরুল ওয়াহেদ চৌধুরী, সুহেনাজ তাজগেরা, রোকেয়া বেগম, শারমিন সুলতানা, তপতী রায়, বিশ্বজিত দেব, মো. আবু হানিফ, শক্তি রানী সরকার, মোহাম্মদ মহিউদ্দিন, নন্দ কিশোর রায় প্রভাষকবৃন্দ যথাক্রমে রিক্তা রানী সরকার, শাহানাজ বেগম শিমু, ফারজানা ইয়াসমিন, আয়েশা আক্তার, বিকাশ চন্দ, আব্দুল্লাহ আল মাবরুর, নাছরিন আরা নার্গিস, আসমাউল হুসনা, সোহেল আহমদ, মো. রুমমান উদ্দিন, কনিকা রানী ঘোষ, সোহাগ মিলন, লিটন চন্দ্র শর্মা, মো. ফরিদুল ইসলাম, রীমা চৌধুরী, বর্ণালী দাশ, ত্রপা রায়, আরাফাত আলী, অভিজিৎ চক্রবতী, শরীর চর্চা শিক্ষক মাহবুবা খানম চৌধুরী, প্রদর্শক মো. সাদেকুল ইসলাম ও সুমন চৌধুরী, গ্রন্থাগারিক শিরিন সুলতানা, অফিস সহকারী কঞ্জন চন্দ্র রায় ও সোহেল মিয়া এবং অফিস সহায়ক যথাক্রমে জাকির হোসেন, মোঃ ফয়জুন নূর, রুহল আমিন, সমরী রানী দাস, অচর্না মালাকার, মারজানা আক্তার ডলি।
এ আর হীরা

মন্তব্য করুন: