ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সিলেটের ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থ, ওসমানীনগর থানার প্রতিনিধি পুলিশ অফিসার শ্রীবাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার অপু মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার।
এবারের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগে আগাম সতর্কতা, আগাম প্রস্তুতি— জীবন ও সম্পদ রক্ষার উপায়।” আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়। এসব দুর্যোগে আগাম সতর্কতা ও প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
তাঁরা আরও বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা জরুরি। বিশেষ করে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগকালীন করণীয়, জরুরি নম্বর, নিরাপদ আশ্রয়স্থল এবং পারিবারিক প্রস্তুতির বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ রহমান

মন্তব্য করুন: