কোম্পানীগঞ্জে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Post Top Ad

কোম্পানীগঞ্জে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৩/১০/২০২৫ ১৭:০০:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রফিক এবং কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন ও মোহাম্মদ রফিকুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান নয়ন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদ মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, সদস্য মেহেদী হাসান ডালিম, ব্যবসায়ী রইছ মিয়া ও হোসেন আহমদ প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক সময় অর্থাভাবে অসুস্থ মানুষ চিকিৎসা নিতে পারেন না— এ সময় সমাজসেবা কার্যক্রম তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয়। বক্তারা সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad