তাহিরপুরে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

১৪ তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবীতে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতিতে নেমেছ তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। ১ লা অক্টেবর ২০২৫ থেকে সারা দেশে তাদের এ কর্মবিরতি চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৬ অক্টোবর) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে, বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান এসোসিয়েশন তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মবিরতিতে অংশ গ্রহন করেন, স্বাস্থ্য কমপ্লেক্স এর অর্ধশতাধিক স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শক।
কর্মবিরতি চলাকালে ৬ দফা দাবী বাস্তবায়নসহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি দিবাকর সরকার,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, কোষাধক্ষ রঞ্জন রায় ,স্বাস্থ্য সহকারী গোপেশ রায় প্রমুখ।
এসোসিয়েশনের সভাপতি স্বাস্থ্য সহকারী দিবাকর রায় বলেন,আমাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমারা কর্ম বিরতি চারিয়ে যাবে।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: