তাহিরপুরে যাদুকাটা নদীতে পাড় কেটে বালু উত্তোলন: ৬ জনের কারাদণ্ড
Post Top Ad

বালু ও স্টিলবডি জব্দ

তাহিরপুরে যাদুকাটা নদীতে পাড় কেটে বালু উত্তোলন: ৬ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১২/১০/২০২৫ ১৭:৫৩:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের সময় ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসীর আরাফাত। তাহিরপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ টাস্কফোর্স অভিযানে প্রায় ৩০০ ঘনফুট বালু ও দুটি স্টিলের নৌকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন— আলী হোসেন (২২), আবুল বাসার (৩০), নবীর হোসেন (২০), সাজ্জাদ মিয়া (২৩), শাকিল আহমেদ (২৮) ও হৃদয় শাহ (২৪) তারা সবাই তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড প্রদান করে।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নদী দখল বা ক্ষতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad