মৌলভীবাজারের পর্নোগ্রাফি ও ধর্ষন মামলায় ১ জন গ্রেফতার

মৌলভীবাজারের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত ১ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১১ অক্টোবর) রাত ২২.৪৫ ঘটিকার সময় জেলার রাজনগর থানাধীন কলেজ পয়েন্ট এলাকা থেকে আসামীকে গ্রেপ্তার করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ অফিসার (মিডিয়া) এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার আসামীর নাম নাহিদ মিয়া (২৫)। তিনি রাজনগর উপজেলার কাটাজুড়ি গ্রামের মসুদ মিয়ার ছেলে। আসামীর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং-২৩, তারিখ-১১/০৮/২০২৫ খ্রিঃ ধারা-৮(১)/৮ (২)/৮(৩) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ তৎসহ ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন।
ঘটনার বিবরণে জানা যায় যে, গ্রেপ্তার নাহিদ মৌলভীবাজার সদর মডেল থানাধীন কামালপুর এলাকার বাসিন্দা। তিনি তার এলাকার একজনের বাড়িতে কাজ করার সুবাদে বিবাদী নাহিদ মিয়ার সাথে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ভিকটিম তার পরিবারের অজান্তে ইমো ও হোয়াটসঅ্যাপে কথা বলতে থাকে। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গভীর হলে বিবাদী ভিকটিমকে বিবাহ করার প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে বিবাদী ভিকটিমকে বাধ্য করে তার নগ্ন ছবি ও ভিডিও করে রাখে। পরবর্তীতে ভিকটিম বিবাদীকে বিবাহ করার জন্য চাপ সৃষ্টি করলে সে তাকে ভিটামিন ঔষধ সেবন করার কথা বলে। অতঃপর উক্ত ঔষধ সেবন করলে ভিকটিমের গর্ভের ভ্রুণ নষ্ট হয়ে যায়। বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে স্থানীয় লোকজনদের মাধ্যমে শালিশ বৈঠকে বিবাহ করার কথা বললে বিবাদী সম্মতি প্রকাশ করে।
পরবর্তীতে বিবাদীকে বিবাহের কথা বললে তার পরিবারের লোকজন রাজি নয় বলে বিবাহ করতে অপারগতা প্রকাশ করে। গত ১১/০৬/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২৩.০০ ঘটিকার সময় ভিকটিম তার আত্মীয় স্বজনের মাধ্যমে জানতে পারেন যে, আখি আক্তার নামে ফেসবুক আইডিতে ভিকটিমের নগ্ন ছবি ছাড়া হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হয়ে ভিকটিমের পরিবারের লোকজনসহ আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে ভিকটিমের মা বাদী হয়ে মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ রহমান

মন্তব্য করুন: