হবিগঞ্জ ও মৌলভীবাজারে ২৫ লক্ষ টাকার ভারতীয় জিরাসহ মাদকদ্রব্য জব্দ
Post Top Ad

হবিগঞ্জ ও মৌলভীবাজারে ২৫ লক্ষ টাকার ভারতীয় জিরাসহ মাদকদ্রব্য জব্দ

প্রথম ডেস্ক

১২/১০/২০২৫ ১৫:৩৭:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমাম্ত এলাকায় গত ৫ দিনে অভিযান চালিয়ে ২৫ লক্ষ টাকার ভারতীয় জিরাসহ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন।  শনিবার (১১ অক্টোবর) রাতে বিজিবি জানায়, বিজিবির টহলদল হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া-চুনারুঘাট জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় দুটি হাইয়েস গাড়ী তল্লাসী করে ১৫ লক্ষ ৭৩ হাজার ২০০ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় জিরা ও কাবেরী মেহেদী জব্দ করে এর পূর্বে মাধবপুর উপজেলার গুইবিল এবং চিমটিবিল বিওপি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ কেজি ভারতীয় গাঁজা এবং গরু জব্দ করে। 


এছাড়াও মাধবপুর উপজেলাধীন মনতলা বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। যার  মূল্য ১ লক্ষ ৮১ হাজার ৫০০ টাকা। এসকল অভিযানে চোরাকারবারীরা বিজিবির টহলদলের উপস্থিতি বুঝতে পেরে গ্রেফতারের ভয়ে মালামাল ফেলে অজ্ঞাত স্থানে লুকিয়ে পড়ে।  


এছাড়াও হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান, গুটিবাড়ী, কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদ, ২৩ বোতল বিয়ার, বিভিন্ন প্রকার সারসহ বিপুল পরিমান বিভিন্ন প্রকার ভারতীয় কসমমেটিকস জব্দ করে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ ২০ হাজার ৮৫০ টাকা। 


হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, "আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি। জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে'। 


উল্লেখ্য, ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে চলতি অক্টোবর মাসে এ পর্যন্ত ২ কোটি ২৪ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad