নবীগঞ্জে বাসের ধাক্কায় নসিমনচালক নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজার পাশে ঢাকা–সিলেট মহাসড়কে আল মোবারাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৪২) নামে এক নসিমনচালক নিহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের হারুন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নজরুল ইসলাম নসিমন নিয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে যায় এবং নজরুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল চন্দ্র দাশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ সরকার বলেন, ‘আল মোবারাকা পরিবহনের বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ রহমান

মন্তব্য করুন: