তাহিরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার একাধিক সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনকে নির্বিঘ্ন করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
পূজা মণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এ রহমান

মন্তব্য করুন: