মধ্যনগরে কামরুলের জনসভায় জনতার ঢল

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে মধ্যনগরে অনুষ্ঠিত জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
সোমবার দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মধ্যনগর বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়। ইঞ্জিনচালিত নৌকা, স্পিডবোটসহ বিভিন্ন যানবাহনে করে হাজারো মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত এবং সঞ্চালনা করেন বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হক, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ আহমেদ ও আবুল বাশার। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “এই অঞ্চল থেকে প্রতিবছর সরকারকে ১২ শত কোটি টাকার বেশি রাজস্ব দেওয়া হলেও বিগত সরকার এলাকাটির উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেও এখানকার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি।”
তিনি আরও বলেন, “আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ ও উন্নত রাষ্ট্র গঠনের আন্দোলনে আমরা জনগণকে সম্পৃক্ত করছি। আমি এই আসনের অসহায়, নির্যাতিত ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতেই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাই।”
এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতারা তার অতীত কর্মসূচি ও জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে সুনামগঞ্জ-১ আসনে তাকে ধানের শীষের মনোনয়ন দেবেন।
এ রহমান

মন্তব্য করুন: