মাধবপুরে রাস্তার ড্রেনের কাজ বন্ধ করায় পথচারীসহ দু্র্ভোগে শত পরিবার

হবিগঞ্জের মাধবপুরে এলজিইডি রাস্তায় ড্রেনের নির্মান কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় এক প্রভাবশালী ব্যাক্তি। ড্রেনের কাজ বন্ধ থাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে করে পথচারি ও শত শত পরিবার চড়ম ভোগান্তিতে পড়েছে।
এই বিষয়ে স্থানীয় লোকজন মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট একটি লিখিত আবেদন করলেও এখন পর্যন্ত সুরহা হয়নি এই সমস্যার। এলাকাবাসী সুত্রে জানা যায়,মাধবপুর উপজেলার এলজিইডি কর্তৃক নির্মিত নোয়াপাড়া থেকে শাহজীবাজার রাস্তার কড়রা এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য ইউনিয়ন পরিষদ কর্তৃক ড্রেন নির্মান কাজ শুরু হয়। কাজ চলমান থাকা অবস্থায় বাজেট শেষ হয়ে গেলে গ্রামবাসীদের নিজস্ব অর্থায়নে কাজ চলতে থাকলে কড়রা এলাকার গিয়াস উদ্দিন চৌধুরী নামে এক ব্যাক্তি ড্রেন নির্মান কাজ বন্ধ করে দেয়। তাছাড়া তিনি রাস্তার উপর একটি দোকান নির্মান করেন।
হঠাত করে ড্রেন নির্মান কাজ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে হাটু সমান পানি। এই পানির উপর দিয়ে চলাচল করতে হয় পথচারিদের। তাছাড়া রাস্তার পানি উপচে আশে পাশের বাড়ি গুলোতে উঠে। এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য গত ১৮ সেপ্টেম্বর এলাকাবাসী মাধবপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তার নিকট একটি লিখিত আবেদন করেছেন।
কিন্তু এখন পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি।
এই বিষয়ে গিয়াস উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউন নবী’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,
এলজিইডি থেকে ড্রেন নির্মান করা হচ্ছে না। এটি সম্ভবত ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে ড্রেন নির্মান করা হচ্ছে। এই ক্ষেত্রে কোন ব্যাক্তি বাধা দিলে আমাদের কিছু করার নেই।
মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহেদ বীন কাশেমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এলজিইডি রাস্তায় ড্রেন নির্মান কাজের কেউ বাধা দিচ্ছে কিনা সেটি এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: