কুলাউড়ায় কোটি টাকার জাল নোট ও নকল অস্ত্রসহ যুবক গ্রপ্তার
Post Top Ad

কুলাউড়ায় কোটি টাকার জাল নোট ও নকল অস্ত্রসহ যুবক গ্রপ্তার

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

১৪/১০/২০২৫ ১৮:০৬:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে র‌্যাবের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকার দেশি-বিদেশি জাল নোট ও পাঁচটি নকল বিদেশি পিস্তলসহ মোক্তাদির আলী ওরফে রিপন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে র‌্যাব-৯, সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কেএম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর মৌলভীবাজার ও সিলেট সদর কোম্পানির যৌথ দল ১৪ অক্টোবর দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে কুলাউড়া উপজেলার সম্মান এলাকায় মোক্তাদির আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ওয়ারড্রব থেকে আনুমানিক ৩০ লাখ টাকার দেশি ও ৬০ লাখ টাকার বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়াও বাসা থেকে ৫টি আসল সদৃশ নকল বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড নকল গুলি উদ্ধার করা হয়েছে। মোক্তাদির আলীর পিতা তৈয়ব আলী।

র‌্যাব-৯, সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, বিগত তিন মাস যাবত বিভিন্ন সরবরাহকারী থেকে অনলাইনের মাধ্যমে উদ্ধারকৃত নকল পিস্তল ও জাল টাকা ক্রয় করে অনলাইনে আগ্রহী জনসাধারনের কাছে বিক্রয় করে আসছে। প্রাথমিকভাবে সে ভিডিও কলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে আসল বলে বিশ্বাসযোগ্যতা অর্জন করতো। পরবর্তীতে কিছু ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নকল অস্ত্র ও জাল টাকা সরবরাহ করলেও বেশিরভাগ ক্ষেত্রে নকল কুরিয়ার ডেলিভারি স্লিপ অনলাইনে প্রদর্শন করে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করে দিত। এভাবে প্রতারণার মাধ্যমে সে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে। তার দেওয়া তথ্য মতে নকল অস্ত্র সরবরাহকারী ও জাল টাকা প্রস্তুতকারীকে গ্রেফতার করতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। এছাড়া গ্রেফতারকৃতের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামি ও জব্দ আলামত থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের সময় থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলা বারুদ লুট হয়েছে যার মধ্যে প্রায় ১৫০০টি অস্ত্র এবং দেড় লাখের অধিক রাউন্ড গুলি অদ্যাবধি উদ্ধার করা সম্ভব হয়নি বলে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। ফলে সুষ্ঠু নির্বাচন প্রস্তুতিকালীন স্পর্শকাতর এই সময়ে জনমনে আশংকা বিরাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের নির্দেশনা মোতাবেক সিলেট বিভাগীয় আসন্ন নির্বাচনে সহিংসতা, সন্ত্রাস ও নাশকতামূলক পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব-৯ এর সর্বোচ্চ প্রচেষ্টা ও বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন সম্মান এলাকায় জনৈক মোক্তাদিরের বাসায় বিপুল পরিমান দেশি-বিদেশি জাল নোট এবং আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। সহিংসতা, সন্ত্রাস ও নাশকতামূলক পরিস্থিতি মোকাবেলায় আমাদেও অভিযান চলমান থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad