সবাইকে সতর্ক থাকার আহবান
একটি মহল আগামী নির্বাচনকে বানচালের চেষ্টা করছে : এডভোকেট আমিনুল ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, “একটি মহল আগামী নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। এজন্য সবাই কে সতর্ক থাকতে হবে। আমাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা উন্নতি করার জন্য দ্রুত একটি নির্বাচন প্রয়োজন। পিআর এর নামে একটি মহল নানা বিভ্রান্তির সৃষ্টি করে যাচ্ছে। এজন্য আমাদেরকে চোখ, কান খোলা রাখতে হবে।”
সোমবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহিম ও ছাত্রদল নেতা মনিরুল ইসলাম জুয়েলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বহরা ইউনিয়ন বিএনপি'র সভাপতি শাহীন আলম রিপন,আধাঐর বিএনপি'র সাবেক সভাপতি আবু মিয়া মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক অর্থ সম্পাদক শামসুল হক জুয়েল, চুনারুঘাট পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিক তালুকদার, মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এমরান নাজির বাপ্পি, শেখ শামীম আহমদ সহ অনেকে।
এ রহমান

মন্তব্য করুন: