নিউইয়র্কে সিলেটীদের প্রতিবাদী অবস্থান বুধবার
Post Top Ad

সিলেটের উন্নয়ন চাই, অবহেলা নয়!

নিউইয়র্কে সিলেটীদের প্রতিবাদী অবস্থান বুধবার

প্রথম ডেস্ক

১৩/১০/২০২৫ ০৬:৩৯:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে নিউইয়র্কে সিলেটীদের উদ্যোগে এক প্রতিবাদী অবস্থানের আহবান করা হয়েছে। বুধবার ১৫ অক্টোবর স্থানীয় সময় বেলা ৩ টায় আমেরিকার জ্যাকসন হাইটস, ডাইভার্সিটি প্লাজায় এই প্রতিবাদী অবস্থান অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে সিলেটের উন্নয়ন উপেক্ষিত। সড়ক যোগাযোগ ভেঙে পড়েছে, শহরের সৌন্দর্য হারিয়েছে শ্রীভূমি সিলেট। অভিভাবকহীন এক বাস্তবতায় সাধারণ মানুষ আজ রাস্তায়। আয়োজকদের পক্ষ থেকে সিলেটের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ পানি, বিদ্যুৎ, গ্যাস, রেল ও বিমান পরিবহন ব্যবস্থার ভয়াবহ দুরবস্থা তুলে ধরে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বিশেষভাবে সিলেটকে বারবার অবহেলিত ও বৈষম্যের শিকার করা হচ্ছে উল্লেখ করে একটি সুসংগঠিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।


তাদের ভাষায়-আমরা যারা প্রবাসে আছি—সিলেট অঞ্চলের সন্তান, আমাদেরও নীরব থাকার সময় শেষ। এসো, আমরা এক কণ্ঠে বলি—সিলেটের উন্নয়ন চাই, অবহেলা নয়!


তাহির আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad