দিরাইয়ে নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের দিরাইয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর তানহা নামের দেড় বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে নিখোঁজ হওয়ার পর রবিবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে পৌর শহরের মজলিসপুর এলাকার চামটি নদী থেকে শিশুটির মরদেহ ভেসে ওঠে। নিহত তানহা শাল্লা উপজেলার শিমেরকান্দা গ্রামের রহিবুল ইসলাম ও মাসেদা বেগম দম্পতির একমাত্র সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে দিরাই এলাকায় একটি যাত্রীবাহী নৌকায় যাত্রাকালে জানালা দিয়ে ছিটকে নদীতে পড়ে যায় শিশু তানহা। বিষয়টি সঙ্গে সঙ্গে দিরাই ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করা হয় এবং সুনামগঞ্জ থেকে ডুবুরি দল এনে তল্লাশি চালানো হয়। তবে শিশুটিকে তখন আর পাওয়া যায়নি।
রবিবার সকালে চামটি নদীতে মজলিসপুর এলাকায় ভেসে ওঠে শিশুটির মরদেহ। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ রহমান

মন্তব্য করুন: