সুনামগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Post Top Ad

সুনামগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/১০/২০২৫ ১৬:২৫:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান সমস্যাগুলো নিরসনে করণীয় ঠিক করতে মাসিক আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ।

সভায় উপস্থিত ছিলেন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল হাসান রাসেল, ডিডি এলজি মোহাম্মদ মতিউর রহমান, পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, জেলা বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল, এনএসআই ডিডি মোহাম্মদ কবির আহমেদ, খেলাফত মজলিস নেতা সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সেলিম আহমদ তালুকদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় নেতা ইমন দোজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় জেলার বিভিন্ন নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু-পাথর উত্তোলন ও পাড় কাটা বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। তিনি বলেন, “ইতোমধ্যে তিনটি টাস্কফোর্স কমিটির মাধ্যমে নিয়মিত অভিযান চলছে, তবে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে জনগণের সহযোগিতাও জরুরি।”

এছাড়া সুনামগঞ্জ শহরের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ, সদর হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্ত রিপোর্ট দ্রুত জমা দেওয়ার নির্দেশ এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও সীমান্ত অতিক্রমে নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের অতিরিক্ত স্পিড ব্রেকার কমানোর দাবি উত্থাপন করা হয়। ধোপাকালী শ্মশান ঘাটের জায়গা সংক্রান্ত বিরোধ আইনানুগভাবে নিষ্পত্তির নির্দেশ দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক আরও জানান, সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ জেলায় আত্মহত্যার প্রবণতা বেড়েছে—এ থেকে রক্ষা পেতে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজন। পাশাপাশি জন্ম নিবন্ধন নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad