বড়লেখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের আগাম সতর্কতা, প্রস্তুতি এবং সম্মিলিত সহযোগিতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
দিবসটি উপলক্ষে দুর্যোগ বিষয়ে তথ্যভিত্তিক আলোচনা ছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
এ রহমান

মন্তব্য করুন: