তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে এক যুবকের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর ও বৌলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক যুবককে কারাদণ্ড এবং দুটি নৌকা জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু এ অভিযান পরিচালনা করেন। এসময় আটককৃত যুবককে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত যুবক হলেন— মো. মহিবুর রহমান (১৯), পিতা মো. আব্দুল্লাহ, সাং-শান্তিপুর, ইউনিয়ন-উত্তর বড়দল, উপজেলা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ। মামলাটি মোবাইল কোর্ট মামলা নং ৫৮/২০২৫ ধারা ১৫(১) এ দায়ের করা হয়। অভিযানে জব্দ করা বালুভর্তি দুটি নৌকা তাহিরপুর থানার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে অভিযানটির সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ রহমান

মন্তব্য করুন: