মাধবপুরে জাকের পার্টির জনসভা ও র্যালি

শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুরে জনসভা করেছে জাকের পার্টি। শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি সৈয়দ আবুল খায়ের বাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, চুনারুঘাট উপজেলা সভাপতি শফিউল আলম জুয়েল এবং ছাত্র ফ্রন্টের সিলেট বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. শাকিল মিয়া।
সভায় বক্তারা বলেন, “জাকের পার্টি কখনো সংঘাত, হানাহানি ও রক্তপাতের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সব দলের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদর্শের রাজনীতি করি।”
জনসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জগদীশপুর বাজার প্রদক্ষিণ করে। একই দিনে নোয়াপাড়া ইউনিয়নেও আরেকটি জনসভা অনুষ্ঠিত হয়।
এ রহমান

মন্তব্য করুন: