কোম্পানীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন

দেশব্যাপী টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
সরকারের এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের নিচে বয়সী সকল ছেলে-মেয়েকে টাইফয়েড প্রতিরোধী টিকার আওতায় আনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম নয়ন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র শীল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমন, উপজেলা স্বাস্থ্য ইপিআই কর্মকর্তা ফারুক আহমদ, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম ও সহকারী শিক্ষক হেলাল আহমদ প্রমুখ।
এ রহমান

মন্তব্য করুন: