ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে দিরাইয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

ঢাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় দিরাই থানা পয়েন্টে উপজেলার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আয়োজনে দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভ্যসাচী দাসের সভাপতিত্বে ও বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সূর্যসেন দাস পান্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতার দাবিতে আন্দোলন চলাকালে শিক্ষকদের ওপর পুলিশি হামলা হয়েছে। এই হামলা শুধু শিক্ষক সমাজের উপর নয়— এটি শিক্ষা ব্যবস্থার প্রতি এক ধরনের আঘাত। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধনে বক্তব্য দেন আবদুল ওয়াব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম, দিরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হাসান অলেক, রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন, দিরাই আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুর রহমান, গচিয়া শামসুদ্দীন সিকন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুহেল রানা, দিরাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা প্রীতি রানী দাস, শিক্ষক আবুল খায়ের, আব্দুল কাদির, চন্দ্র সেন তালুকদার, বাদল হাজরা, মাটিয়াপুর এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ।
এসময় বক্তারা সরকারের প্রতি শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
জানা যায়, দিরাই বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাকির হোসেন ঢাকার কেন্দ্রীয় আন্দোলনে দিরাইয়ের শিক্ষকদের প্রতিনিধিত্ব করছেন।
এ রহমান

মন্তব্য করুন: