ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ৭০ কেজি গাঁজা উদ্ধার
Post Top Ad

ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ৭০ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/১০/২০২৫ ১৯:১৮:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার ওলিপুর স্কয়ার কোম্পানির সামনে পাশে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। এ সময় ৭০ কেজি ওজনের গাঁজার বস্তা উদ্ধার করা হয়।


শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad