সিলেটে আনোয়ারা মতিন একাডেমিতে রোটারী ক্লাবের তিনটি প্রকল্পের বাস্তবায়ন
Post Top Ad

সিলেটে আনোয়ারা মতিন একাডেমিতে রোটারী ক্লাবের তিনটি প্রকল্পের বাস্তবায়ন

লতিফুর রহমান রাজু. নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

০৯/১০/২০২৫ ১৬:৫৯:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল কর্তৃক চৌকিদিখি এয়ারপোর্ট রোডস্থ আনোয়ারা মতিন একাডেমি-তে একসাথে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের সফল বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ফিল্টার স্থাপন, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং রোটারীর ‘4-Way Test’ সম্বলিত ক্লাস রুটিন কার্ড বিতরণের মাধ্যমে এ উদ্যোগ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির চেয়ারম্যান, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও নর্থইস্ট মেডিক্যাল কলেজ-এর চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শামসুল আলম চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের প্রেসিডেন্ট বাহার উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ উন্নয়নে রোটারিয়ানদের অবদান প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।”

অনুষ্ঠানে একাডেমির মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে রোটারীর মূলনীতিভিত্তিক ‘4-Way Test’ কার্ড বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন একাডেমির অধ্যক্ষ আবুল হাসনাত চৌধুরী শামীম, ডিস্ট্রিক্ট ডেপুটি কোঅর্ডিনেটর পি.পি. হাসান কবির চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক পি.পি. তাহমিনা হাসান চৌধুরী, সিনিয়র রোটারিয়ান, সাবেক এরিয়া ডিরেক্টর ও জালালাবাদ ক্লাবের সাবেক প্রেসিডেন্ট পি.পি. হানিফ মোহাম্মদ, একাডেমির ম্যানেজিং ডিরেক্টর মেহরান সাকিব চৌধুরী, ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট জিন্নুন আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন লাহিন, ক্লাব সেক্রেটারি কাউসার উদ্দিন প্রমুখ।

বক্তব্য শেষে অতিথিবৃন্দ সুপেয় পানির ফিল্টার স্থাপন প্রকল্পটি পরিদর্শন করেন এবং রোটারি ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad