সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার দাবিতে দক্ষিন সুরমায় গণ-অবস্থান আজ

সিলেট-ঢাকা মহাসড়কের দ্রুত সংস্কার দাবিতে আজ সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২ টায় গণ-অবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি পালন করা হবে। দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে আহুত এই কর্মসূচীর ডাক দিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। এর আগে এক বিক্ষুভ সমাবেশে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক এখন একটি মৃত্যুপুরী। দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে এই মহাসড়কে প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা। তাছাড়া সড়কপথের স্থানে স্থানে গর্ত/ক্ষত সৃষ্টি হওয়ায় ৬ ঘন্টার যাত্রা ১১ ঘন্টায়ও শেষ হয় না। একই অবস্থা সিলেট-চট্টগ্রাম মহাসড়কেরও। দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন ও ঝুঁকিপূর্ণ।সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রাম মহাসড়ক এখন ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে অপরিসীম অবদান রাখা সিলেটবাসী দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন এমন অভিযোগ তুলে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে তিনি সিলেটের রাস্তাঘাট থেকে শুরু করে রেল ও বিমান যোগাযোগ, বন্যা, লোডশেডিং, বিশুদ্ধ পানি, শিক্ষক সঙ্কট এমনকি উন্নয়ন বাজেটে বৈষম্যের অভিযোগ তুলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন। অন্যতায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তাহির আহমদ

মন্তব্য করুন: